মানুষ চলেছে যে পথে সে পথে,
সে গন্তব্যে মানুষ চলে যায় ৷
মধ্য পথে ক্ষণিকের যাত্রা বিরতি
সেথায় জন্ম নেয় জীবনের বিস্ময়কর অধ্যায় ৷


মানুষ ভাবে এই স্থান ছেড়ে যাবে
বিরতি কালে স্থানিক ঘুমের ঘোর কেটে
প্রস্থান নিবে ৷
সেই উপলক্ষ্যে চলে তার নিখাদ আয়োজন ৷


মানুষ আয়োজন করে ভালো থাকার
খুঁজে রূপ - রস - গন্ধ ভরা শ্যামল ছায়ার
পেতে চায় প্রশান্তি জল ধারার নহর হতে
সঙ্গ নেয়  শুভ্রতা ছড়ানো ভোরের সাথে ৷


মানুষ চায় অনন্তকালের সুখের বেসাতি
রূপালি চাঁদের মেলা বসুক সব রাত্রি ৷
মানুষ চায় সময়ের সুখ শেষ না হোক
দিগন্তের কাছে আলোর নিশান চিরস্থায়ী হোক ৷


তবু মানুষ চলে যেতে হয় সে পথে
যে পথে সে চলছে , তাকে
চরণে চরণ ফেলে গুণে নিতে হয় সময় ৷


মানুষ চলেছে যে পথে সে পথে মানুষ চলে যায়
মধ্যপথ শুধু যাত্রা বিরতি ক্ষয় অবক্ষয়ের আশ্রয় ৷


20 নভেম্বর 23