কোন কোন মানুষের মুখ, দিনের আলোয়
সদ্য প্রস্ফুটিত ফুলের মতো,
কারও মুখে দিনের আলোয় নামে তমসা ৷
কোন কোনমুখ সোডিয়ামের আলোয়
ঝলসে গেছে,
কারও ফের সোডিয়ামের আলোয় ফরসা ৷


কোন মুখে দিনান্তে হাসে সশব্দে,
কারও আবার হয় চন্দ্রমুখি ৷
কারও মুখে ফোটে আবছা আলো,
কারও মুখে জোছনা দেয় উঁকি ৷


কিছু মুখের স্বরের উল্লাসে মাতে সৃষ্টি
কিছু মুখ মানবিকতা, শান্তির বৃষ্টি ৷


কিছু মুখ ইলেকট্রিসিটি, কাকের ডানায়
দেয় শক,
মুখের অবান্তরতাই আলোচ্য অরাজক ৷


বাঁদরমুখি মানুষ, কালোমুখি মানুষ
কিংবা যার অহি মুখ,
সমস্ত পথ লুটিয়ে আছে তার সম্মুখ ৷