একটা ভয়ংকর সত্যি কথা ভেবে দেখেছেন কি?
আমাদের আবার দেখা নাও হতে পারে!
পথ ঘাটের কোলাহলে আমরা আবার নাও ফিরে
পেতে পারি ৷
উঠুনে চাঁদের ছায়ায় আবার মিলন মেলা নাও
বসতে পারে ৷
আজ যার মুখ দেখছি, হঠাৎ করে হয়ত শুনতে
পাবো কোন একটি তারা হয়ে সে আকাশে ভেসে
আছে ৷
নদী, পাখি, নক্ষত্র অথবা পিংক মুন, রজনীর
জোছনা দেখার আসর আবার যে জমবে, কোন
নিশ্চয়তা নেই ৷
কেবল চারিদিকে নিশ্চল প্রাণ বেঁছে আছে
অগোচরে মৃত্যু গ্রহণ করে ৷


আবার যে প্রিয় মুখ দেখবো,
কিংবা সন্ধায় ঝালমুড়ি খেতে খেতে কথার ঝুড়ি
খুলে বসবো, তারও সুযোগ নেই ৷
অজ্ঞাতে পোকার বসবাস চলছে ৷
এক অনিশ্চিত গন্তব্যে ছুটে চলছে মানুষ ...


আমার ভোরের জন্য অনেক মায়া হয়,
অথবা আমার প্রিয় বসন্তের জন্য মন কাঁদে,
মায়া হয় পোষা কবুতরের জন্যও,
কিংবা মায়ের কবরে বাসন্তী লতা গুলো মন পোড়াচ্ছে খুব ৷


ভয়ও হচ্ছে,
ভীষণ ভয়
কাল হয়ত সকল মিলন মেলা থেমে যাবে!
আমাদের আবার দেখা নাও হতে পারে!