জীবন থেকে মানুষ যখন হারিয়ে যায়
চেনা পথে যখন একাকী এগোয়
              তখন তিমিরে তারার সাথে মিলন করে
              তখন পাহাড়ে ভেঙ্গে মিছিল আনতে হয় সাহসের ৷


অতীতে দ্বন্দ্বে খোঁড়া জীবন চলে বেদনার সংগীত লিখে
সম্ভ্রম ঢেকে রাখার বস্ত্রে ঢেকে ফেলে নাগরিক জীবন ৷
        তখন মানসপটে আটপৌরে বস্ত্রের ছেঁড়া দাগ
                তখন জীবন ব্যর্থতার ইতিকথায় সয়লাব ৷


মানুষ পুতুল হয়ে যায় যখন জীবনে খেলে খেলা
মানুষ দিশেহারা হয় যখন জীবন মোড় নেয় চৌদিকে
         তখন শেষবার হাঁটে মৃত্তিকায়
               তখন নিশান উড়িয়ে ঘোষণা দেয় আগাম মৃত্যুর ৷


মিধিলি আঘাত হানে উপড়ে ফেলে কয়েক যুগের স্বপ্ন
নিঃশ্বাস আটকে রেখে মানুষ তাকায় ঈশ্বরের পানে
         তখন ঈশ্বর নামে ঝড় লীলায়
              তখন তাণ্ডব স্থানে ঈশ্বর নৃত্য করে সঙ্গমের ৷


সেই থেকে কচু পাতার জলে মানুষ বসত করে
সেই থেকে নেমে এসে মানুষ অবদমনে
           তখন মানুষ জীবন হারায় একাগ্র চিত্তে
                  তখন মানুষ ত্যাগ করে কথিত স্বর্গ ৷  


কেবল প্রাগৈতিহাসিক কাল হতে মানুষ হারায়
কেবল সংগ্রামের বিস্তৃত বয়ানে মানুষ বেঁছে থাকে
         তখনো মানুষ সগৌরবে ঢাকে ঈশ্বরের শরীর
         তখনো মানুষ বন্দনা জানায় যাবতীয় হন্তারকের ৷


বাগিচা বাড়ি || খাসের হাট
১৮ নভেম্বর ০২৩