নিত্য লেনদেনে জীবন অসহায়
চারিদিকে যে অভাবের ঘনঘটা
তাতে শুধু নিরন্তর দ্বন্দ্ব লেগে আছে ৷


সে দ্বন্দ্বে নিরানন্দ জীবনে
তখন সর্বত্রই অভাব ৷
একটুখানি সুখের অভাব,  
ভালবাসার অভাব,
ভালোর অভাব,
মনোভাবের অভাব ৷


ব্যস্ত জীবনে প্যাঁচানো পথে
লাগানো জট কখনো খুলে না
অভাবও যায় না ৷
শুধু সঞ্চিত থাকে শুকনো পাতার
মতো রঙহীন জীবনে ৷


সেই সঞ্চিত অভাব নেমে আসে
হতাশায়, নিরাশায় এবং নিস্ফলে ৷
ব্যর্থতার গ্লানি বরণ করে নিতে নিতে
বুকে জমে একটু আধটু ঘৃণা
স্বকীয় মতি গতির প্রতি ঘৃণা ৷


মানুষ যে বেঁচে আছে
না প্রাকৃতিক, না কৃত্রিমতা
না আবেগ, না নিষ্ঠুরতায়
আপন মনে মানুষ তা জানে না ৷
চারদিকে এতো এতো নীল অক্ষরের
ইতিহাসে, মানুষ নিজেরও অজানা
কেমন তার ভব মাজার!


শুধু জানে পরের সকালটার জন্য বেঁচে থাকা
শুধু জানে অন্ধকার শেষ করে ফিরবে শান্তিতে ৷