শেষ বার যখন তাকে দেখেছি
নগরীর স্ট্রিট ভিউ উতরে আমার কাছে এসেছে ৷
তার উদ্দীপনা, তার বেতাল ভালবাসার
জন্য সেবারও আমি রুক্ষ হতে পারিনি ৷
এমন মমতা মাখা মুখ দেখে কার রাগ হয়
বলুন তো?
আমিও সেদিন রাগ করিনি ৷
ঠাঠা রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে কেবল তার
পাগলামি দেখে গেলাম ৷
সে দেখায় শেষ দেখা ছিলনা, আরও কত কি
দেখেছি এক জীবন্ত গিরগিটির ৷
কেবল আমিই মনে করতাম তার অবয়ব
মমতায় ভরপুর,
আড়ালে যে নিষ্ঠুর প্রতারণার আবাস, তা
জানা ছিলনা মোর ৷