হেরিয়া নন্দন পুলকিত চিন্তন,
রহিয়া সুবচন করিছে ক্রন্দন।
নেত্র নিচ ক্ষেত্র কৃষ্ণ রুপ নিত্য,
দূর পানে খুঁজি, রিক্ত অস্তিত্ব।
অদৃশ্য অস্তিত্ব, তবু সদৃশ্য সম,
কুদৃষ্টি বান , ছোটে পানে মম।
কর তুলে গগনে, লাভ নেই ক্ষণে,
মড় মড় শব্দ নেই আজ গহনে।
আছে ক্ষিতি, মেনে রিতি, আনমনে,
কি হারিল, কি থাকিল তার কি আসে?