এককা‌লের বসন্ত দুপুরের তপ্ত সমীরণ,
মুক্ত হৃদয়ে তুলত উষ্ণ আলোড়ন।
গ্রীষ্মের আগমনী বার্তা বাজত চারিদিক,
সুস্নিগ্ধ সুকোমল ছিল মন, প্রাণ সব ঠিক।


কিন্তু আজ, যখন দিবাকর দিগন্তে,
অদৃশ্য অজানা ভয় দেখি মনান্তে!
কল্পনার আলোও আজ নিভে যায় সাঁঝে,
ঐ সাঁঝের মায়া আজ ভীত মন মাঝে।