এক অদ্ভুত আভা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে আকা‌শে
যখন নি‌বিড় মায়াময় সন্ধা না‌মে ধরায় ।
বিমুগ্ধ মুর্ছনার বিদা‌য়ি সু‌র বা‌জে বাতা‌সে,
যখন প্রকৃ‌তির মুক্ত পা‌খিরা ফে‌রে ঘ‌রে।


তখন আনম‌নে তা‌কি‌য়ে র‌ক্তিম আকা‌শে ,
‌রিক্ত অ‌স্তিত্ব, ব্যর্থ চেষ্ঠার কল্পনা‌তিত কল্প,
অল্প অল্প ক‌রে ক্ষিয়মান স্ব‌প্নের অব‌শিষ্টাংশ,
অপত্য শি‌তের স্নিগ্ধ বাতা‌সে আ‌মি আ‌বিষ্ট।


সা‌ঝের মায়া শে‌ষে যখন সবকিছু মি‌লি‌য়ে যায়,
ম‌নে প‌ড়ে আমার মা এর কথা যে র‌য়ে‌ছে গাঁয়।


আাবার যখন পাখি ডাকে সন্ধ্যা নামে আকাশে,
মা তোমায় মনে পড়ে সকল অবকাশে।
সাঁঝ আমার খুব প্রিয় সময়, প্রিয় সাঁঝের মায়া,
সাঁঝের বেলায় হয়তো আমায় ডাকে আমার মা।