সদ্য ফোটা কোনো গোলাপ হয়ত নও তুমি
নও কোনো পটে আঁকা ছবি-
তবু তোমাতেই প্রণত আমি, প্রণত হয়েছি বারবার।
এ মনের মানসী তুমি
চিরদিন ভালবাসি তোমাকে।


এই সম্পর্কের কী নাম দেবে তুমি
জানি না! তবে
আমি একটি নাম দিয়েছি এর- প্রেম।
অমর প্রেম।
নিন্দুকেরা অবশ্য প্রেম বলে স্বীকার করবে না একে। কিন্তু
যে মন তোমার আমার
সেই মন বিনিময়ে কি
পাপ করেছি আমরা? এই মন বিনিময়কে
পাপ বলা যায় কোনমতে? স্বর্গীয় প্রেমের এই কি স্বরুপ?


নিন্দুকেরা যা খুশি বলতে পারে, বলুক
তুমি আমি ভালবেসে যাব চিরদিন
এই হোক আমাদের অঙ্গীকার, দুজনার।


ভালবেসে তুমি আমি অমর হব সখি
মনে করব বাস, তারপর
হব ইতিহাস!