একদিন অচেনা এই শহরে
এক আগন্তুক এলো-
পরনে বিচিত্র বেশভূষা তার! আগন্তুক
কাউকেই চেনে না। শুধু তাকিয়ে থাকে
অপলক। নতুন এই শহরকে
চিনতে চেষ্টা করে সে।


এরপর
দিন যায়, মাস যায়-
বছর যায় পেরিয়ে। আগন্তুক ধীরে ধীরে
এই শহরের মাটি-বায়ু-আবহাওয়ার সাথে
পরিচিত হয়ে ওঠে।
সবাইকে করে নেয় আপন।


তারপর
হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই
কাউকে কিছু না জানিয়ে আগন্তুক হারিয়ে যায়
চেনা এই শহর ছেড়ে। শুধু পড়ে থাকে তার সেই
বিচিত্র পোশাকখানা। একদিন যা সঙ্গে করে এনেছিল সে!


এভাবেই হারিয়ে যায় সে-
কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না।