আমি দুঃখী বেশ
তবে দুঃখিনী করি নি কাউকে কখনও
আদালতের এজলসে কথাটা বলতে পারি বেশ।


আমি কাউকে দুঃখিনী করতে যাব কেন !
দুঃখ যত, সম্পদ তত আমার
বহু যুগের অর্জন থেকে –
কে তবে বিলাবে দুঃখ নিজ ভান্ডার খালি করে !
নিজেকে ক্ষয় করে !


সে সুখি হলে বরং কিছুটা দুঃখ কমে
বিশাল দুঃখ বৃক্ষ হয়ে যখন নুয়ে নুয়ে পড়ি
আবার একটু উঠে দাঁড়াবার তরে
গভীর অন্তর থেকে কন্ঠে বেড়িয়ে আসে
“সুখি হও তুমি, খুব সুখি হও তুমি”।।


দুঃখ কমে কিছুটা তখন,
এখন মানুষ, দুঃখী মানুষ, পাথর তো হতে পারি নি।।