নাই বা ভালোবাসো, নাই বা দাও কথা, নাই বা দহন
তবুও সামান্যই চেয়েছি তোমার একটুকু অংশ মন
প্রশান্তি মিলে তোমার মনের ক্ষুদ্র ছোঁয়া পেলে
আধার ভুবনে তখন আমার উঠে আলো জ্বেলে।


অজানা তোমার এ সবই, দেখ কত বিস্ময় এ সারা জগৎ ময় !
কত জয়, কত পূর্ণতা তোমার, অন্য দিকে শুধু ক্ষয় আর ক্ষয়।


কি কারণে আমি গেঁথে আছি তোমার মনে !
বড়শিতে যেমন মাছ, পাখিটা খাঁচায় অথচ নেই বনে
আমিও গেঁথে আছি তোমার মনে তেমন দশায়
দাও সারা – আমিও মুক্ত হই যেন পরশ পাথর ঘষায়।


আমার মনে দাও তোমার মনের একটু ছোঁয়া
কর আলোকিত মুছে দাও যাতনার তপ্ত ধোঁয়া।


অবাক বিস্ময়ে ভাবি কেন এমন চাওয়া তোমার কাছে আমার
কি মায়া যাদু তোমার! কি এমন বাসনার সম্ভার!


দহন না দিলেও জ্বলেছি দহনে, ভালো না বাসলেও ভাসছি ভালোবাসায়।
মিঠাবে আশা দিবে ভালোবাসা কেন যে দিন-রাতি কাটে এমন আশায়!!