কত দুঃখ, কত কষ্ট, কত যাতনা আর-
কত হাহাকার,
সব গেছে বিদায়ে, সব হিসাব গেছে চুকে
কিছুটা সুখ, যা ছিল কিছুটা বাসনায় গভীর অন্তর বুকে-
গেছে সব শুকায়ে
গেছে সব লুকায়ে।
শুধু থেকে গেল তোমার চোখের মায়া-
যা দিয়েছে শান্তি, জীবনে দিয়েছে ছায়া।


দুঃখ চলে যায়, দুঃখ আসে
আনন্দের আড়ালে কষ্ট বড় হাসে।
জীবনের সব ফুরায়ে গেছে শুধু আছে সেই চোখ
সেই মুখ, সেই হাসি, উচ্ছ্বাস ভরা মায়ায় জীবনের আলোক।।


থাক-
শুধু মায়াটুকু থাক
জীবনের যত স্পন্দন
অণু অণু ক্ষণ।
বাকিটুকু মিশে থাক তোমার মায়াতে
দিনে রাতে যত সন্ধ্যা প্রভাতে
যে মায়ায় বাঁধা পড়ে আজ
শেষ প্রহরে দুঃখের সজ্জা সাজ।।