প্রিয় মুখ থেকে যখন দূরে যেতে হয়
কালো মেঘের আড়ালে যখন চলে যায় !
কি করে নিজেকে বলি
কালোর আড়ালে আলোকিত আলো আছে !
আছে আলোকিত সেই প্রিয় মুখ
সূর্যের ওপারে আলো না আঁধার যেমন
জানা নেই তেমনই।
সেই প্রিয় আলোকিত মুখ আবার দূর থেকে কাছে
খুব কাছে আসবে কিনা, আমি যাব কিনা খুব কাছে তার
নাকি নক্ষত্র দূরুত্বে অন্ততঃ কাল !


যখন দূরে যেতে হয় কাঠ কাটা করাতের
বড় বড় দাঁত হৃদয়ের উপর দিয়ে সু-নিপুনে
হৃদয়ে কেটে যায়।


জানা থাকো না কারও নীরবতায় অপ্রকাশে
দহন, দাহে পূর্ণ তপ্ত ধোঁয়ার বাতাসে।।