তোমাকে জেনেছি বলে আজ দুঃখকে চিনেছি
কষ্টের সাথে নিজে মিশেছি,
শূন্যতা, হাহাকার, দীর্ঘশ্বাসের সাথে মিশেছি
সুখকে জেনেছি
উচ্ছ্বাসকে জেনেছি।
এক নিবিষ্ট ভাবনার কেন্দ্রবিন্দু হয় কি করে!
কি করে হই বন্দী!
তাও জেনেছি-
শিশুর যেমন কাছে মা;
তোমার কাছে আমি ভাবনার কারাগারে।
শিউলি কেন খুব ভোরে ফোটে
শিশিরের সাথে ভোরের কি মিতালী।
রাতে নক্ষত্রদের কেন নানা উৎসব
চন্দ্র আর নদী সাগরে জোয়ার ভাটা-
মনের কোণেও,
মনের তীব্র আকর্ষণ, পাল্টিয়ে যাওয়া মন!
সে সব জেনেছি, তোমাকে জেনে-


তাই তো তুচ্ছ করেছি সব তোমাকে উর্ধ্বে রাখব বলে-
চোখের আড়ালে কষ্ট পানির সমুদ্র জন্মেছে
মনের সবখানটাই দুঃখ বৃক্ষের গভীর অরণ্য।


কোনদিন কোন ক্ষণে তবে কি পাবো তোমাকে এক বিন্দুও!