হে আমার প্রানের প্রিয় বিদ্যালয়।
কেন বল আজ ছিন্ন হলো তোমার আমার বলয়।
পাঁচটি বছর ছিলাম আমি তব ঐ বাহু ডোরে,
মায়ের মতোই আমায় তুমি রেখেছিলে আপন করে।
ঝড়-ঝাপ্টা,বৃষ্টি-বাদল লাগতে দাওনি গায়ে,
গোলাপ কিংবা বেলের কাটা গাথতে দাওনি পায়ে।
নরক পথের মায়াজাল থেকে করেছ আমায় রক্ষা,
আপন হস্তে দেখিয়েছ আমায় কোনটা আসল মক্কা।
যে গাভির দুগ্ধ পান করেছি ,
বুঝিনি সে গাভির দাম,
পিপাসাত এই প্রান নিয়ে আজ,
জপি তব ঐ নাম।
তব জ্ঞান নদীর অফুরন্ত জলে করেছি আমি স্নান,শীর নত করে মলিন কন্ঠে আজ,
তাই গাহি তব গুনগান।
ষাট্টি মাস থেকেছি আমি তব ঐ আচল তলে,
হয়ত অনেক ভুল করেছি জেনে কিংবা না জেনে,
একটুও যদি ক্ষোভ থাকে ঐ তোমার শীতল মনে,
ক্ষমা করে দিও আমায় তুমি তোমার দয়ার গুনে।(রাব্বি হাসান)