কোথাও দাঁড়াতে পারছি না।
পায়ের তলায় একদিন যাদের বাতাস ছিল,
আজ তারাও কংক্রিট পথে হাঁটছে।
আর আমি পলিমাটির নির্যাস থেকে
জীবনের পাটাতন গড়তে গিয়ে
          বড় বেখাপ্পায় পড়লাম।

সময়ের স্রোতে যারা চলে তারা কোথাও আটকায় না
কিন্তু বিরুদ্ধ স্রোতে আটকে গেলে
যে পাহাড় জন্মাতে পারে,
এই ব্রেইনওয়াশড ফিলোসফি নিয়ে
এতকাল কেবল হেঁটেই এসেছি,
                        দাঁড়াই নি।

আপাতত একটু দাঁড়ানো যাক,
জীবনের একটা গতি হোক সোনা।
মানুষের পরগণায়
আমি আর কখনও আসবো না।