আবুল হাসানের চেয়ে বেশি বছর তো বাঁচলাম,
ফলে আরও অধিক দুঃখ সহ্য করার ক্ষমতা আছে।


হে প্রেমের দেবতা,
উদ্ধত বুক ওয়ালা নারীর নিকটে যদি প্রেম পাই,
সারারাত আমি আর সিগারেট খাবো না৷


বয়স্ক শিশুর মতো ক্লান্ত, তবুও ভালোবাসি
ভালোবাসি মেঘ, মেঘের শরীর থেকে খসে পড়া
বৃষ্টির মত যে পুরুষ কাঁদে,
এই বৃহঃস্পতি রাতে,
তাকে কী এমন গান শোনাতে চাও?


মমতার মিশ্রিত রোদ শহরে ওঠেনি আজও,
চারদিকে ক্ষমতালোভী ইতর মানুষ৷
প্রচণ্ড খারাপ সময় চারদিকে,
প্রচণ্ড ভণ্ডামি দেখি রোজ।


তবুও প্রেম চাই, এখনও কারও অপেক্ষায়,  
কবিতার আলতো আঘাতে,
যার আত্মাভিমান ভেঙে যায়৷