নির্জন, নিবিড়, কোলাহল কৃষ্ণপক্ষের আবছা অন্ধকার।
আপন প্রতিকৃতি, অকালপক্ব ভাবনার প্রাচীর।
যে সময় গ্যাছে চলে সময়ের অথৈ নীলে
সে ক্ষণ মুঞ্জরিত উদাত্তপ্রাণে।
অন্তহীন বয়ে চলা জীবন
না বলা পঙক্তি, বন্ধ কবিতার অন্ধ দুচোখ।
অমানিশা তিথিতে চাঁদ দেখা বিস্তীর্ণ প্রান্তর।
এসব আবগাহনের কাল ফেরিয়ে মধ্য রজনীতে বিরহের তর্জমা।
যে কথা রয়ে গ্যাছে মনে
তার আবেগতাড়িত ছিন্নমূল কথোপকথন নিজের সাথেই।
নিয়ন আলোয় ভেসে উঠা মূর্তিখানি তুমি প্রেমিকা!
তোমার জরায়ুতে শেষ বিরহ চুম্বনের আঘাতে অনাকাঙ্ক্ষিত খুন!
ফাঁসির বদলে প্রেমের মূর্ছনায় ঠুনকো হৃদয়হনন।
ফের রাজতন্ত্র!
ফের শৈরতন্ত্রের মত প্রেমের নগরীতে-
এক তরফা ভালোবাসার পরাজয়।