পৃথিবীটা আজি করিছে হাঁহাকার,
চারিদিকে শুনি নিপীড়িত মানুষের চিৎকার ।


শোষকেরা আজ করিছে শোষন
মাজলুমের কাঁধে পরে জালিমের নির্যাতন,
নদীতে যায় ভেসে কতজনের লাশ
মিছে এক দোহাই দিয়ে তারা কেটে যায় তারই পাশ,
সংসার সমারঙ্গণে মহী আজ মস্ত রণভূমি ;
যারে পারিতেছে মারিতেছে এ কেমন পাগলামী ।
কিসের এত হুমকি ধামকি কিসের অবরোধ ;
মানুষে মানুষে আজি কেনো এত বিরোধ ?
জাতিতে জাতিতে এত হিংসা বিদ্বেষ
শান্তি ভ্রাতৃত্ব বোধ সব পুড়ে করে শেষ ।
কিসের লাগি অস্ত্র ধরি মানুষের বুকে
জাতিভেদ করে মোরা থাকিব কোন সুখে ?
ধরাধামে এসেছি মোরা দুুদিনের তরে
তবে কেন করি ভেদ আপন ও পরে ,
ভেদাভেদ ভুলে শান্তির ছায়াতলে
হিন্দু-মুসলমান,বৌদ্ধ-খ্রিস্টান সব ভেদ ভুলে ।
জগৎ জুড়িয়া মোরা গরিব এক জাতি
দেশে দেশে যুগে যুগে রবে শুধু মানুুষের জ্ঞাতি
সংসার সমারঙ্গনে ধরাটা যেন হয় মহা খেলাঘর
থাকিবে সেথা সবে মিলে রবেনা কেউ পর ।
এক জাতি এক দেহ , গাঁথি একই ডোরে প্রাণ
সবার ওপরে যেন হয় মানুষ মহীয়ান ।