কে ‍যেন বারতা লইয়া আসে,
এসেছে বসন্ত আজিকে শীতের শেষে ।
আজিকে বসন্ত এসেছে মোর দেশে,
কত না ফুল ফুটেছে দেখো গাছে!


ফুটেছে শিমুল, পলাশ, পারুল
আম গাছে এসেছে কত মুকুল,
জবা ফুল ফুটিয়া বাতাসে দোলে
গোলাপ কলি ঐ দেখো পাপড়ি মেলে ।
এদিকে রজনীগন্ধা ছাড়িয়ে সুবাস
ভরিয়ে রেখেছে তাহার নিজের চারিপাশ-
গন্ধরাজ দিচ্ছে তাহার গন্ধ বিলিয়ে,
নিলাম সেই সুবাস তাহার- দুহাত বাড়িয়ে ।


ফুটিলো গাঁদা, বেলী, জিনিয়া, কাঠমেলী
এধারে জুঁই, কলাবতী, ডালিয়া, চামেলী-
নদীতে ফুটেছে কত কঁচুরীপানার ফুল;
তারেই পাশে বাইতেছে নাও মাঝি তুলিয়া মাস্তুল ।
ও ধারে অদুরেতে দুলিছে বাশেঁর পুঁল,
দেখিতে পাইনি যেন কোথাও রাঙ্গা সেই শিমুল!
বসন্ত কি তাহাকে গিয়েছে আজি ভুলি ?
ওমা, নাহ্! ঐ যে এসেছে তাহার কলি ।


কোকিলের কণ্ঠে জাগিছে শোনো কুহুকুহু
দোয়েল পাখি আনন্দে ডাকিতেছে মুহু-
ময়ূর পক্ষী দেখাইতেছে বাহার তাহার লেজে
প্রকৃতি সাজিল যেন আজি অপরূপ সাজে-
পাতায় পাতায় ভরিয়া গেছে তাল-তমাল, শাল-সেগুন,
আজিকে এসেছে ধরায় পহেলা ফাগুন ।