নিজ যন্ত্রণা কোন মন্ত্রণায় ঝাড়িয়া ফেলে সেজে
বাছারে আদরে কোলে তুলে লয়
এক রাশ হাসি হেসে।


অন্ত-বিহিন সিক্ত নয়নে কার ছবি খানি আকিঁ
শত কষ্ট ব্যথায় অকপটে
কোন সাড়ায় মা বলে  ডাকি।


রুগ্ন শয্যায় হাস্য লজ্জায় বন্ধু সেই চির মা
শত অভিমান বকুনির ঝটা
সে এক মহৎ প্রাণ।


যত দুরে যাই যত মায়া ঘিরে
মার কোলে তবু ফিরে
ক্রান্তি ভুলে সুখের পরশ
মায়ের মমতা নীড়ে।


মাকে মোরা তাই ভুলিব না ভাই
ভোলা কি সহজ তারে
শত অপরাধ করিলেও মা
বাছারে না রাখে দুরে।