কে তুমি আর জন্ম কোথায় সেই তো বড় নয়
মানুষ তুমি তোমার জন্য এই তো পরিচয় ।
যত্ন হীনে ভক্ত বীনে রত্ন যদি হয়
ডাজবিনে থাক আর্বজনায় মুল্য তাহার রয় ।
না থাক অঢেল অর্থবিত্ত না থাক জন্মে মান
উচ্চ করিবে নত মস্তক কর্মে যে মহান ।
সুখ সুমহান অধঃপতনে কেহ করিয়াছে নাস
মানুষ হয়ে সাজিছে মানুষ মানুষেরি কেনা দাস ।
আমি পরাভিত জীবন যুদ্ধে তোমার এসেছে জয়
দুজনার মাঝে এ বিভেদ শুধু অর্জিত সঞ্চয় ।
নয় তুমি কোন ধনির পুত্র ছোট গৃহে কর বাস
তাই বলে কি মানিবে োদের নিপিড়িত নিঃবিনাস।
কোথায় উথান কখনো পতন মানব জীবনে হেরি
উচু আর নিচু মানুষের মাঝে মানবো না এ বেড়ি ।
ভেঙ্গে দিব তথা এ বেড়ির হোথা কিসের সাদা কালো
এক হয়ে সব মানুষ সকল এই পরিচয় বল।