বড়বেশি যারে মনে পড়ে শখা
সেই কি তুমি নও
আমি তারে খুজি হৃদয়ের বিষেঁ
সেই যদি তুমি হও ।


ফিরে এসো তবে ওধারে যেওনা
করোনা  ক অভিমান
আমার যা কিছু সপীবো চরণে
যদি রাখ সতীর মান ।


আমার ওধারে চমকানো নীড়ে
যে চলে গেছে আসেনি সে ফিরে
দুর থেকে শুধু কয়, এখানে স্বপ্ন আকাশ ছোয়া
সত্য তো কিছু নয় ।


সাবধানে এসো হাত রেখনাকো
ভুল করে ফুল ভেবে
এখানে কাটা বড় বিষময়
অভিশাপে প্রদীপ নিভে।


আমার দুয়ারে মলিন যে দ্বীপ
তাই আলো দিশা দিবে
এখানে প্রেম আর ওখানে বিত্ত
নাও তুমি যা নিবে ।


দেখেছো কি পাহাড় গগন  ছুয়েছে
ঐ বুঝি হোথা জয়
চরণে দলিয়া সজীব শাখারে
সেখানে উদিতে হয়।


পাথরের বুকে হানিলে আঘাত
আপনার ক্ষত বিনে
ভাঙ্গেনা পাথর আদরের চোটে
দুস্তর গ্রান্ডার হীনে ।


ঐ ছায়া ঘেরি ভালোবাসা হেরি
একাগ্র চিত্তে সুধা
এখানে জীবনের সঞ্চয় থেকে
মেটাবে অন্ন ক্ষুধা।


জগতের তরে শশীর যে প্রেম
টুটেনাই কোন ক্ষনে
রাত্রিরে আন্ধার ঢাকিলেও ইন্দ্রু
নিজেরে দিয়েছে বিলে।