তুমি গোধলির হাসি দেখেছো
নাকি,দেখেছো রোদের কান্না ?
আমি দেখেছি দুখিনী প্রিয়ার চোঁখে
বাধ ভাঙ্গা প্রেমের বন্যা ।


সেখানে ছিলনা এক চুল ব্যাথা
কষ্টের হা হা কার
ভাগ করে তারা নিয়েছিল দোহে
দরিদ্রের অনাচার।


বঞ্চিত তারা হয়নি কভু
একে অন্যের কাছে
সদা ভাবে তারা দুর্লভ যে প্রেম
সেই তো তাদের আছে।


এক বেলা খেয়ে এক মুঠো ভাত
দিন রাত ধরে খুজে
কে কাকে কত বাসে ভালো যেন
একে অন্যকে বুঝে ।


ছোট ছোট রাগ অনুরাগ দিয়ে
প্রেম প্রেম খেলা ছলে
গভীর থেকে প্রবেশ করে
আরো গভির অন্তরে।


চাওয়া পাওয়া আর বাস্তবতায়
অর্থের প্রয়োজন
ছিল শুধু যে প্রনয় গৃহে
অল্প কিছুক্ষন ।


যদি বা সে দাবী ঘোর হয়ে আসে
কঠিন বাধার বেসে
প্রিয়র মুখে চাহিয়া প্রিয়া
লুকায় অলখে  হেসে।


দৈন্যতাকে রুখে ছিল তারা
প্রনয়ের মহাতেজে
যত আঘাত এলো অভাবের দরুণ
ফিরে গেল দ্বারে এসে ।


দিনে দিনে অবশেষে
দরিদ্র ভালোবেসে
কাদিয়া বিদায় নিয়েছিল যেন
পরাজিত সেই শেষে ।