কাকা বাবু বল দেখি
ফের কত দিন
ঘুচিবে এ ঋীন তব
আসিবে সু দিন ?


বলত গগন রবি
উকি দিবে কবে
সুখের অচিন পাখি
ধরা দিবে তবে।


বুবুরে সুধায় যদি
মুখ করে ভার
এভাবে কি মুছে যাবে
র্ক্ষীন অধীকার ?


কেন এত ভেদা ভেদ
মানুষের মাঝে
সাধ্যে কি আছে কারো
নিয়তির কাছে ?


কাকা বাবুবল দেখি
ফের কত দিন
ঘুচিবে এ ঋীন তব
আসিবে সু দিন ?


বলতো নিয়ম নামে
অনিয়মে বাধা
অনিয়ম অরাজকে
চোখে লাগে ধাদা ?


দায়িত্ব কাধে নিয়ে
কেন ওরা চুপ চাপ
দরিদ্রের ক্ষুধা পেটে
প্রান করে ধুক ধাক ?


শয়না যে হিয়া মোর
মানেনা যে বাধ
মানুষের মাঝে কেন
এতটা তফাৎ ?


মায়েরে সুধায় যদি
চলে যায় দুরে
প্রশ্নের তাড়নায়
মন যায় পুড়ে ?


কাকা বাবু বল মোরে
এই মহাভার
আমরা যুবক ছাড়া
বইবে কে আর ?