রোজ এখানে পুকুর পাড়ে
বসে থাকি একা,
প্রকৃতিকে যত দেখি
হয়না যেন দেখা ।


এই খানে মোর স্বপ্ন ঘেরা
নানান রঙ্গের কীর্তি,
দিঘির সে জল ঝিলমিলিয়ে
আমায় জানায় প্রীতি।


পাখিরা সব গল্প শোনায়
কিচির মিচির রবে,
তারাও আমার আমিও তাদের
বন্ধু সবার সবে ।


শীতল হাওয়া আমায় বাঁধে
স্নেহের ছোঁয়ার লেশে?
মন ভরে যায় আনন্দ দোলায়
সুখেরি আবেশে।


হেলে দুলে নৃত্য দেখায়
নানান রঙ্গের বৃক্ষ,
লজ্জা রাঙা মিষ্টি হাসে
নাচে তারা দক্ষ্।


ফুলগুলি সব সাজিয়ে তুলে
সুন্দর একটি দেশ,
এত সুখে ভুলে থাকি
দুঃখ ব্যথা বেশ ।