কবি নই, তবু হৃদয়ে জমানো কথার বরফ গলে
কাগজে পড়লে বলা হয় কবিতা।
নিঃবস্ত্র অনাহারী চাষা ভুষার সন্তান,
তাই সস্তা বিনোদনে অভ্যস্ত আমি।
নদীর ধারের দুর্বাঘাস,জলে ঝাপটা পানকৌড়ি আর
মধ্যে পুকুরে গোসলের ছলে,
শিশুদের উল্লাস আমার ভালোলাগা।


পার্ক কিংবা পর্যটকের কৃত্রিম সৌর্ন্দয্যে
বিমহিত হবার সম্বলটুকু,
এক মুঠো ভাত আর এক বাটি ডালে মিলিয়ে গেছে।
তাই আমার উপমা ইট পাথরের প্রাসাদে,
সিড়ি বেয়ে উঠেনা,খোজেনা রং করা জীবনের সঙ।
পথের পাশেই পড়ে থাকে-
পথ শিশুদের জীবন জিজ্ঞাসায়,
ছেলে হারা ঐ পাগলি মাতার জীর্ণ কুঠিরে
যার ছাউনির ফুটোই জলের ধারা, শীতল করে তার শুকনো দেহ..।