আজি হার নাই, কিছু ছাড় নাই
যারা সকলের খাবি খেয়ে,
কদরে বসিয়া বিভোরে ঘুমায়,
আরামের গদি পেয়ে।


বলি তাই নয়, ওরা সব জয়
নিলো নিজেদের মাঝে বেটে,
কুলো আর ভুলো, আমরা কেবলি
বৃথায় মরেছি খেটে।


মোরা খাইনা, খেতে পাইনা
তবু খায় শুধু তারা চেয়ে,
উচ্চ মহলে, দ্বাড় বেয়ে উঠে
নিচুদের দয়া কেঁড়ে।


ওরে লাজ নাই, বলি কাজ নাই
তারা তাই তন্দ্রার ঘোরে,
র্নিলজ্জায় হানিবে আঘাত
খিঁড়কি এটানো দোরে।


তারা ভাঙবে, বাঁধা হানবে
যারা সম্মান নাহী চায়
নহে যুদ্ধ,ওহে বুদ্ধ
ওরা ধ্বংসের মহা প্রলয় ।