খেয়ালি তার খেলার ছলেই
ছুয়েদিল বিচিত্রতার র্স্পশ,
কত শত দুরন্ত হৃদয়, সেখানে থেমে গেল,
ভাবলো, এই বুঝি চলা শেষ,
কিন্তু না?
খেয়ালি খেলার ছলেই চলেছে, চলার জন্য ।
অগনিত মরু প্রান্তর ছুয়ে,
বিপন্নতার বন্ধন ছিন্ন করে,
খেয়ালি চলেছে খেয়ালে..
কোথাও তার শুণ্যতা নেই,পূর্ণতা নেই,
নেই ক্লান্তি কৃপণ্য।
কোথায় চলেছে খেয়ালি ?
আগে পিছে ধুলা বালি,
খেয়ালী চলেছে হৃদয়ের অলি -গলি।
কোন সুদুরের অচেনা আবির রঙে,
খেয়ালি চলেছে জীবনের প্রয়োজনে।
ওরা তারা কয় , কেবলি ভয়ে রয়
খেয়ালী মানেনা বাঁধা,
আগে পিছে তার কেবলি গোলক ধাঁধাঁ।
খেয়ালি মুখর খেয়ালি কাতর,
খেয়ালি চায় অজস্র আদর।
এক চোখে তার খুশির চমক অন্য চোখে জল
খেয়ালি যেন আত্মপ্রত্যয়ী অন্তরে অবিচল।
খেয়ালি রিক্ত, খেয়ালী শিক্ত,
খেয়ালি তবু আপনায় পরিতৃপ্ত।
খেয়ালি চলেছে খেয়ালে,বিশ্বাসে ভর করে
খেয়ালি কারো কষ্টো হয়ে ফেলেনি দীর্ঘশ্বাস
খেয়ালিকে কেউ করেনা অবিশ্বাস।
খেয়ালি চলেছে নুপুরে ছন্দ তুলে
ভালোবাসা আর মমতার সুধা ঢেলে।,
খেয়ালি চলেছে জীবনের পথ ধরে,
আরো কতদুর চলবে খেয়ালি..
থামবে সেকি আর ?
খেয়ালি বুঝি ? অচেনা পথের ঘুচাবে অন্ধকার..।