একবার ভাবো ওহে মানুষ
সেই দিনেরই কথা,
যে দিন তোমার আপন হয়ে
কেউ রবেনা সেথা।


আগে পিছে সবাই রবে
কেউ রবেনা কারো,
নিজের কাজে ব্যাস্ত সবাই
কাঁদছে জারো জারো।


সেই পুন্যই সঙ্গে রবে
যাকে ভেবেছো বৃথা,
বন্ধু বেশে সেদিন শুধু
সেই বলবে কথা ।


নামি তুমি অনেক দামি,
এ ধরনির বুকে,
পাচ্ছো নাতো একটু সময়
কাটছে না দিন সুখে।


আজকে তোমার বন্ধু বেশে
সবাই আছে পাশে,
কাল দেখও আর কেউ রবেনা
অভাব যদি আসে।


হাসছো তুমি, চলছো তুমি
বলছো তুমি সব,
ভাবছো কি আর সব কিছুরই
দিতে হবে জওয়াব।


হেলায় খেলায় দিন ফুরালে
আসেনা আর ফিরে,
সব কিছুতেই আনো সবে
খোদার ভয় এই দিলে।