ধুলো-বাঁলির খেলা ঘরে
কতই আছে বেলা,
দিন ফুরালো,রাত ফুরালো
বসলো সেথায় মেলা।


ক্ষনে ক্ষনে বাড়লো ঋণ
আর,বাড়লো যত দেনা,
নয়ন মেলে যা দেখেছি
সবি যেন খেলা।