অন্তঃগহিনে একাকি দহনে
নির্জন নিরালায়
নিভৃত জলে ভাসায়ে নিজেরে
কেমনে নিরবে রয়।


আপনার দারে করিয়া দাড় আজ
নিজেরেই সুধালুম,
এ কেমন বিষে মরিলুম হায়
চোখে নাহি আর ঘুম।


কত দেনা আর কত যে বাঁকি
আপনারে কত দিয়েছিনু ফাঁকি
মিছে কার পথে চেয়ে,
কতসোনা রূপা লুটালুম পথে
হারালুম হাতে পেয়ে।


বড় বেহায়া নেড়ুক জেনে
করিলুম যারে ঘৃণা
এত জানা জেনে অবহেলা শয়ে
ভুলেনা কেন এ হিয়া?


ধিকঁ পষাণে এতটা প্রনয়
ছোয়নি যাহার প্রাণ
কিসের লাগি কি আশায় গাহি,
তাহারি জয়ও গান।


হায় অন্তরা এতটা কাঙ্গাল
কিসের লাগি হলি,
জ্যান্ত লাশের রুপান্তরে
জীবনকে দিলে বলি।


তবু কি তাহার টুটিয়াছে বেশ
আরো কিছু বাকি রহিয়াছে লেশ,
নয়নের বর্ষনে,
উদাস হীয়ায় বেজে উঠে ব্যথা
নিদারুন গর্জনে।


কখনো বা কাজে ক্লান্তির মাঝে
দুরন্ত হাঁ হাঁ কারে,
উথালে পাথালে আকুল হৃদয়
অভিশাপ দেয় তারে।


পরক্ষনে বলে অপাড় অন্তরে
হে খোদা দয়াময়,
আমার যা হোক সহিবো নিরবে
কর আশা তার জয়।


হায় বিধাতা কিসের লাগি
করলে এ প্রেম সৃষ্টি
বিনা তারে বাজে বেসুরের গান
পরানেই পরান তুষ্টি।