আজি গাই তাহাদের গান,
সহায় হীনে বিত্ত বিনে
বিশিয়ে উঠে প্রাণ যাহাদের
তাদের তরে সকল ভুলে,
তুলবো স্লোগান
আজি গাই তাহাদের গান।
যারা জন্ম নিল মায়ের কোলে
মায়েরি সন্তান,
তারা পায়না কেন সসম্মানে এতটুকু স্থান।
আজি গাই তাহাদের গান।
কেহ, নিতান্তই তুচ্ছ গৃহে
পায়নি ছোট প্রাণ ?
ওদের চোখেও সম্ভাবনার স্বপ্ন সুমহান।
আজি গাই তাহাদের গান ।
রক্তে যাদের তেজক্রিয়া ,বক্ষে বাহুবল
ওরে থাকতে সময় বাঁচবি যদি,
হওরে আগুয়ান।
আজি গাই তাহাদের গান।
রাত পোহালেই দেখবি তোরা
কতই তরী কুলে,
হাত গুটিয়ে থাকলে পড়ে
পথ যাবি সব ভুলে।
মিথ্যে হবে জন্ম রে তোর
খর্ব হবে মান।
আজি গাই তাহাদের গান।
তোরা যাসনে পিছে, ভয়ে মিছে
জীবন যদি দোলে,
হানরে আঘাত শক্ত হাতে
সকল বাঁধার মুলে।
সাম্যের শপথ নেরে তোরা
তোলরে স্লোগান।
আজি গাই তাহাদের গান।