গ্রীস্বের দাব দাহে
জ্বলছে জখন ধরিত্রী
এসে গেল বরষা
করতে শীতল মৈএী।
সারাদিন রিম ঝিম
নিঃঝিম বরষা ।
ধূলা বালি য্ত ছিল
সবই হল ফরসা।
চারিদিক প্যাচ প্যাচ
ব্যাং এ দের হা৺ক ডাক
গাছ পালা পশু পাখি
বাকি সব নিরবাক।
আ৺শ ফল, পেয়ারাতে
মন মজে  বরষায়।
এ সব ই যাবে পাওয়া
সাধের রথ যাত্রায়।।