আমি দুর্বার হে ক্লান্তিহীন
আমি শান্তির দূত,
কলমে আমার শক্তির বীজ
জাগিয়াছে সেই ভূত।
অশুভ শক্তি ভড় করে আজ
ভরিয়াছে পথ শবে,
শ্মশানে নৃত্যে বিষাণ বাজিছে
চিতায় কবরে সবে।
আঁধার আগুনে বারুদের ছোঁয়া
নিভাইতে হবে আজ,
ভেদাভেদ ভুলে স্বার্থান্বেষীর
ধূলায় ফেলিবো তাজ।
ধূলায় লুটায় মনুষ্যত্ব যে
কয়েক লোকের লোভে,
মরিতেছে শুধু হানাহানি করে
পরের শেখানো ক্ষোভে।
সেঁকিতেছে ধনী হিংসার আগুনে
কাবাব কোরমা যতো,
গরীব মানুষ মরিতেছে শুধু
পিপিলিকাদের মতো।
আর কতোদিন চলিবে লড়াই
পুতুল নাচের ঘরে,
পাগলামী ছেড়ে জোট বাঁধো আজ
সবাই সবার তরে।