জানলা খুলে দূর দিগন্তে
মেঘের কোলে তোমায় ছুঁলো,
আসমানী চাঁদ পড়লো ঢাকা
পথের মাঝে উড়ছে ধূলো।

এলোমেলো গর্জনে আজ
বৃষ্টি যেনো তোমার কেনা।
আসবে কি আর এপথ ধরে
যদিও এপথ তোমার চেনা।

ঝোপঝাড়ে আজ বিঁধলে কাঁটা
যাবে শ্যামের অভিসারে,
এই আশাতেই আছি বসে
তোমার রূপে নয়ন কাড়ে।

নইলে ছুটি দিলে আমায়
নতুনের খোঁজ সবাই করে,
বাঁধ ভাঙা ঢেউ এলো যখন
কেউ তো জানি আমার তরে।

শার্সির গায়ে বৃষ্টির আদর
যখন মনে স্পর্শ করে,
ভাঙলো যে ঘোর চমক দিয়ে
যখন তুমি এলে ঘরে।