রবীন্দ্রনাথ ঠাকুর

Rabindranath Tagore

রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম তারিখ ৭ মে ১৮৬১
জন্মস্থান জোড়াসাঁকো, কোলকাতা, ভারত
মৃত্যু ৭ অগাস্ট ১৯৪১

রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ১৮৬১ সালের ৭ই মে কলকাতার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তিঁনি ছিলেন অগ্রণী বাঙ্গালী কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কন্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ্য সাহিত্যিক মনে করা হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ইউরোপের বাহিরের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে তিনি বিশ্বে ব্যপক খ্যাতি লাভ করেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৭ই অগাস্ট জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত তিঁনি সৃষ্টিশীল ছিলেন।


এখানে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৪১০টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
দুই বিঘা জমি ১৮১
অনন্ত প্রেম ১৩০
নির্ঝরের স্বপ্নভঙ্গ ৩৫
বীরপুরুষ ৫২
সোনার তরী ৭৯
বোঝাপড়া ৬৩
আমাদের ছোট নদী ৮৬
আমার সোনার বাংলা ২৬
একটি শিশির বিন্দু ৩০
শেষের কবিতা ২০
আফ্রিকা ২০
প্রশ্ন - শিশু কাব্যগ্রন্থ ২১
মনে পড়া ১৯
বাঁশি ৩১
আষাঢ় ৪৮
কৃষ্ণকলি ৩২
প্রশ্ন. ২৪
১৪০০ সাল ৪৮
লুকোচুরি ১৪
বর্ষার দিনে ১১
পুরাতন ভৃত্য ৩১
সবুজের অভিযান ৫০
তালগাছ ১৬
জুতা-আবিষ্কার ৩৮
দুঃসময় ১৬
বৃষ্টি পরে টাপুর টুপুর ২৭
সামান্য ক্ষতি ৫৩
হঠাৎ দেখা
ওরা কাজ করে ১৭
প্রার্থনা ৩১
হারিয়ে যাওয়া
অত চুপি চুপি কেন কথা কও
অভিমান ১৬
মাস্টারবাবু
রবিবার
অন্তর মম বিকশিত করো ২০
সভ্যতার প্রতি ১৮
কাগজের নৌকা ১৫
মাঝি ৪০
ওরে নবীন ওরে আমার কাঁচা ১২
শা-জাহান ১২
কণিকা ১০
আমার এ প্রেম নয় তো ভীরু ১৮
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
আছে আমার হৃদয় আছে ভরে
ঝুলন
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে ১৭
অপমানিত ১৩
আজি বসন্ত জাগ্রত দ্বারে ১০
বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় ১৬
ভারত তীর্থ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
প্রাণ ১০
নৌকাযাত্রা ১২
স্পর্শমণি ১৯
অক্ষমতা ১৭
সুপ্রভাত
অচির বসন্ত হায় এল, গেল চলে
মেঘের কোলে রোদ হেসেছে ১০
দুষ্টু
মানসী
অনন্ত জীবন
নদী
পুরস্কার ১৪
আকাশের চাঁদ ১১
পূজার সাজ
মাকাল
সমব্যথী
বিচিত্র সাধ
রূপ-নারানের কূলে ১৯
জন্মদিন আসে বারে বারে
অচেনা
রাহুর প্রেম
বিসর্জন
শুভক্ষণ
বঙ্গমাতা
ফুলবালা
আমরা চাষ করি আনন্দে
গান্ধারীর আবেদন ১২
অচল স্মৃতি
অকর্মার বিভ্রাট ২১
এক গাঁয়ে
পূজারিনী
অন্তর্যামী
নারী
দীন দান ২০
ছল
বিরহ
খেয়া
জনগণমন-অধিনায়ক জয় হে ১০
ইচ্ছামতী
উদাসীন
প্রথম চুম্বন ১৬
তবু
বাঁশিওয়ালা
অন্য মা
পরিচয়
অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ
অক্ষমা
সার্থক জনম আমার
আমার মিলন লাগি তুমি
দুই বন্ধু
ন্যায়দণ্ড
অনন্ত মরণ
অচলা বুড়ি
অকৃতজ্ঞ ১৪
অল্পেতে খুশি হবে
অধিকার
অদৃষ্টের হাতে লেখা
বিজ্ঞ
সন্ধ্যা
আঁখি পানে যবে আঁখি তুলি
অজয় নদী
আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি
আরশি
নির্ঝরের স্বপ্নভঙ্গ - প্রাথমিক রচনা ২০
ক্ষণিকা
আমার খেলা যখন ছিল তোমার সনে
আকাশতলে উঠল ফুটে
ক্যামেলিয়া
স্মৃতি
ব্যর্থ
যাবার দিন
অপরাজিতা ফুটিল
নিদ্রিতা
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
আমি
পুতুল ভাঙা
চিরায়মানা
আকাশ
প্রথম দিনের সূর্য
অধরা
অসমাপ্ত
ঝড়
মরণ রে, তুঁহু মম শ্যাম সমান
ঝড়ের দিনে
চুম্বন
নিরুদ্দেশ যাত্রা
শেষ লেখা
আজ ধানের খেতে রৌদ্রছায়ায়
প্রথম পূজা
চড়িভাতি
হার-মানা হার পরাব তোমার গলে ১১
অনুরাগ ও বৈরাগ্য
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ ১১
বাউল
অসম্ভব
দায়মোচন
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
স্বাধীনতা
অজ্ঞাত বিশ্ব
আগমনী
কন্‌কনে শীত তাই
চেয়ে থাকা
চিত্রা
তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া
রাজা ও রানী
সেদিন আমার জন্মদিন
আমি চেয়ে আছি
চির-আমি
ভাষা ও ছন্দ
চিত্ত তোমায় নিত্য হবে
নববর্ষ এল আজি
প্রভাত-উৎসব
অবসান
আকাশপ্রদীপ
দেবতার বিদায়
অভিসার
ধরাতল
কত অজানারে জানাইলে তুমি
ভোরের পাখি ডাকে কোথায়
দেবতার গ্রাস
অভিলাষ
মেঘের পরে মেঘ জমেছে
দান
বুড়ি
হিন্দুমেলার উপহার
পুনর্মিলন
উপহার
পুরাতন
বৃক্ষবন্দনা
পথের বাঁধন
অনবচ্ছিন্ন আমি
পুরোনো বট
পুরানো সেই দিনের কথা
আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে
অপমান-বর
গানের পারে
অসময়
দিদি
মাধো ১৮
হিং টিং ছট্
ছুটির দিনে
বিদায়
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
অপযশ
আপনারে তুমি করিবে গোপন
অনেক হাজার বছরের
প্রভাত
অনেককালের একটিমাত্র দিন
আরো একবার যদি পারি
নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস
অনেক মালা গেঁথেছি মোর
সাধারণ মেয়ে
খেলা-ভোলা
অনাগতা
অসময়
অনন্ত পথে
প্রাণের সাধন কবে নিবেদন
সমালোচক
সমুদ্র
উদ্বোধন
স্তন
শেষ খেয়া
শুচি
অণুকাব্য
বিরহীর পত্র
বর এসেছে বীরের ছাঁদে
শুনব হাতির হাঁচি
হাসি
সুপ্তোত্থিতা
দৃষ্টি
শীত
উৎসর্গ (সহজ কথায় লিখতে আমায় কহ যে)
জবাবদিহি
সুখ
বৃক্ষরোপণ উৎসব
আশীর্বাদ
জ্যোতিষ-শাস্ত্র
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
শীতের রোদ্দুর
জন্মকথা
অতি দূরে আকাশের সুকুমার পান্ডুর নীলিমা
নয়ন তোমারে পায় না দেখিতে
মোহ
স্বর্গ হইতে বিদায়
প্রতিনিধি
আমার মাথা নত করে দাও হে তোমার
কষ্টের জীবন (মানুষ কাঁদিয়া হাসে)
ইছামতী নদী
দুরন্ত আশা
বিবাহের পঞ্চম বরষে
আকাশে চেয়ে দেখি
ভোরের আলো-আঁধারে
অদৃশ্য কারণ
অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে
জল
চিঠি
দান (২)
লাজময়ী
জন্মদিন
মরীচিকা
আমার মাঝে তোমার লীলা হবে
অন্ধকারের পার হতে আনি
সাধ
শিশুর জীবন
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
দুই উপমা
ভোলানাথ লিখেছিল
কাঁচা আম
স্বর্গ হইতে বিদায়
চরণ
বসন্ত-অবসান
কন্যাবিদায় ১০
নবজাতক
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
আমরা কি সত্যিই চাই শোকের অবসান
অচেতন মাহাত্ম্য
সখী,ভাবনা কাহারে বলে
অঞ্চলের বাতাস
ওই মহামানব আসে
কর্ণ কুন্তি সংবাদ
অনাবৃষ্টি
স্বপ্নরুদ্ধ
বর্ষশেষ
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
প্রজাপতি
দুঃখের আঁধার রাত্রি বারে বারে
তোমায় খোঁজা শেষ হবে না মোর
স্বপ্ন
যেদিন ফুটল কমল কিছুই জানি নাই
আমার একলা ঘরের আড়াল ভেঙে
পুষ্প
বিদায়
আহ্বান
অপরিবর্তনীয়
রাজমিস্ত্রী
এই তো তোমার প্রেম
ছোটোবড়ো
ব্যাকুল
কোপাই
দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি
দুর্লভ জন্ম
শ্রেষ্ঠ ভিক্ষা
গানভঙ্গ
জাগ্রত স্বপ্ন
বধূ
আকাঙ্ক্ষা
দুই পাখি
আজিকে গহন কালিমা লেগেছে গগনে
আমগাছ
আমার মাঝারে যে আছে কে গো সে
উৎসর্গ (চৈতালি কাব্যগ্রন্থ)
খোকা
আমার নয়ন-ভুলানো এলে
রাত্রি
নতুন রঙ
অলস সময়-ধারা বেয়ে
শীতের বিদায়
অবিচার
প্রশ্ন
পাড়াতে এসেছে এক
নূতন
পাখির পালক
অবরুদ্ধ ছিল বায়ু
আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
আকাশের আলো মাটির তলায়
রাজার বাড়ি
মৃত্যুর পরে
বন্দী
বিদায় শেষের কবিতা থেকে
পদ্মা
জিরাফের বাবা বলে
মুর্খু
বিচার
আতার বিচি
অবর্জিত
অন্নের লাগি মাঠে
পাগল হইয়া বনে বনে ফিরি
ওরে পাখি
আজ বারি ঝরে ঝর ঝর
পরিচয় (চৈতালি কাব্যগ্রন্থ)
দুঃখহারী
মেঘদূত
তোমারে পাছে সহজে বুঝি
নবীন অতিথি
অনিত্যের যত আবর্জনা
শেষ কথা
বন
অনাবশ্যকের আবশ্যকতা
নৈবেদ্য
সময় চলেই যায়
আরোগ্য - ১০
পৃথিবী
হৃদয়-আকাশ
ইস্টেশন
বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল
প্রবীণ
বিচ্ছেদ
কেউ চেনা নয়
ক্ষণিক মিলন
অবোধ হিয়া বুঝে না বোঝে
আমি চঞ্চল হে
রাতের গাড়ি
পথহারা
কর্ম
মা-লক্ষ্মী
আরবার ফিরে এল উৎসবের দিন
দূর
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
নারী তুমি ধন্যা
আশার আলোকে
প্রেম
সময়হারা
পঁচিশে বৈশাখ চলেছে
মাতৃবৎসল
অস্পষ্ট
আত্মাভিমান
হে বিরাট নদী
দেখিলাম অবসন্ন চেতনার গোধূলিবেলায়
আজি গন্ধবিধুর সমীরণে
রাজা বসেছেন ধ্যানে
আকাশে সোনার মেঘ
অযোগ্যের উপহাস
তুমি প্রভাতের শুকতারা
সব ঠাঁই মোর ঘর আছে
শ্যামা
ভিক্ষা ও উপার্জন
দুর্বোধ
কালো অন্ধকারের তলায়
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা
অবসান হল রাতি
ঘুমের তত্ব
খেলা
সাত সমুদ্র পারে
কেন (সঞ্চয়িতা)
প্রশ্ন - সঞ্চয়িতা
শেষ বেলা
চৈত্রের সেতারে বাজে
অপরিহরণীয়
তোমার সৃষ্টির পথ
হিমালয়
বৈরাগ্য
একা আমি ফিরব না আর
স্রোত
আমার কাছে শুনতে চেয়েছ
ময়ূরের দৃষ্টি
আত্ম-অপমান
বৈজ্ঞানিক
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি
সিন্ধুপারে
দ্বিতীয় সর্গ
প্রায়শ্চিত্ত
জন্ম ও মরণ
স্মৃতির ভূমিকা
ছবি-আঁকিয়ে
আলোয় আলোকময় করে হে
প্রভাত-উৎসব (সঞ্চয়িতা)
আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
মধ্যাহ্ন
সৃষ্টি স্থিতি প্রলয়
বুদ্ধভক্তি
পথের পথিক করেছ আমায়
ফাগুন এল দ্বারে
আমার এ গান ছেড়েছে তার
প্রেয়সী
মাঝারির সতর্কতা
তারকার আত্মহত্যা
সান্ত্বনা
আগুন জ্বলিত যবে
সাত ভাই চম্পা
সমাপ্তি
নাসিক হইতে খুড়ার পত্র
মোহ (কণিকা কাব্যগ্রন্থ)
অসম্ভব ভালো
আবার আবার কেন রে আমার
ক্ষণমিলন
কল্পনার সাথি
নাগকুমারী
কালো ঘোড়া
আজি বসন্ত জাগ্রত দ্বারে
বন-ফুল (তৃতীয় সর্গ)
শান্তি
কুটুম্বিতা-বিচার
উৎসর্গ
মানবপুত্র
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা
বালক
আদর ক’রে মেয়ের নাম
সজনি গো শাওন গগনে ঘোর ঘনঘটা
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
জানা-অজানা
আশীর্বাদ
দেওয়া নেওয়া
ছোটো ফুল
বনবাস
গালির ভঙ্গি
ঋতুসংহার
ভূমিকম্প
জটিল সংসার
গৃহশত্রু
প্রবাসী
নীহারিকা
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
প্রতিধ্বনি
রাজবিচার
বিদায় (অনুবাদ কবিতা)
আয়না দেখেই চমকে বলে
আবার এরা ঘিরেছে মোর মন
ভীরুতা
আমার খোলা জানালাতে
আজ গড়ি খেলাঘর
হৃদয়-আসন
বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়
কুয়াশার আক্ষেপ
একাকিনী
আমার ফুলবাগানের ফুলগুলিকে
স্কুল-পালানে
ছয়
অভয়
নামকরণ
দেহের মিলন
ঘাসে আছে ভিটামিন
পোড়ো বাড়ি শূন্য দালান
আরম্ভ ও শেষ
একলা আমি বাহির হলেম
ক্যান্ডীয় নাচ
আজু সখি মুহু মুহু
জগদীশচন্দ্র
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
অমলধারা ঝরনা যেমন
হাসিরাশি
আনন্দেরই সাগর থেকে
ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে
ভক্তিভাজন
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
বসন্তের আসরে ঝড়
পরিত্যক্ত
একটি একটি করে তোমার
দিগন্তে ওই বৃষ্টিহারা
বাহু
তুমি
সেদিন কি তুমি এসেছিলে ওগো
আমারে যদি জাগালে আজি নাথ
তত্ত্ব ও সৌন্দর্য
এপারে-ওপারে
কোথায়
ভজন পূজন সাধন আরাধনা
একই পথ
কাব্য

    এখানে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১টি আবৃত্তি পাবেন।

       
    শিরোনাম মন্তব্য
    বীরপুরুষ ৫২

    এখানে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১টি কবিতার বই পাবেন।

    সঞ্চয়িতা সঞ্চয়িতা

    প্রকাশনী: মৌ প্রকাশনী