কতদিন পরেও...


কতদিন বাসিনি ভালো তেমন করে, যে মেঘ ডুবে গেছে, অতলান্তের নিশানা ভেদ করে, যে নিল পাখি
কোমল সে উড়ায় ভেসে গেছে দিগন্তের খসরায়, তার প্রেমে আমাদের ও কিছু ছিল দাবি, তোমার চিবুক তুলে, ঘন হাতে কোমল সে বুক আর আমার ঘন মনে
মোম সম মলিনের দ্যোতনা...কতদিন কতদিন শুধু ছোঁব বলেই...দাঁড়িয়ে থাকা.


আমাদের মেঠো সময়, কিছু অমনিবাসের ঝক্কি সামলেও শহুরে এককৌটা রুমে কে যেন কাউকে কে চেনে... গোলাপি ইলাস্টিকে বাঁধা অই বাদামি ঠোঁটে থেমে গেছে কিছু কিছু গোলার্ধের ঘুর্ণন, বার বার, এক ঝাপি সন্ধ্যের মানবিক ভিড় সামলেও..
কতদিন শুধু ছোঁব বলেই...এগিয়ে আসা...


সময়ের বুড়িগংগায়, ভেসে গেছে অভ্যেস...হাহা সে ফানুষ উড়ে উড়ে কত ক্লান্তি মেখে মেঘে গেছে ঢেকে
নিতম্বের গভীরে মেপেছি সেই মেঘ কেন এলো এত জল নিয়ে...কান্না তো কসমেটিক সবার কিছুনা কিছু থাকে...তালে... এতদিন পড়ে ওই যে ছোঁট ছোঁট পায়ে তোমার সাথে হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে আমার চেনা বড্ড চেনা....আহা কতদিন পরে..শুধু ছোঁব বলেই দাঁড়িয়ে থাকা..