অনেক বুনোদের সাথে ভাগ হয়েছে দিশাহারা
শরীরের সমস্ত আভরণ উবে গেলে, শীত নামে
প্রাচীন ফসিলে খুঁজি প্রেম মিথ্যে চিরসত্য বেড়াজাল
কবে যে হৃদয় ছুঁয়েছে জেল...ঘুমানো শিকলে


সব কথা বলা হয়নি জেনে যেন সব বলা যায় এমনও নয়...
কিছু কথা হৃদয় জ্বললে পরে আগুনে প্রেম খসে যায়
যতদূর ভবিষ্যতে তাকালে তাকে দার্শনিক বলা যায়
ততদুর আমি তাকে পারিনি দিতে এই অবসরে
তাই পেঁচানো দু:এগুলো হাতখরিতেই মুছচ্ছে যায়,
বিদায়ী ভোগ যেন আতুর আততায়ী..ছোঁ মেরে
পালিয়েছে আরো কিছু বর্ধিত চাওয়া প্রেম
ভাগ হয়েছে কি হয়নি...ভাগ হয়েছে প্রেমিক প্রেমিকা.


আমার দিশাহারা প্রেমিকা তুমি তাই, পাল্টে গেলে যেতেই পার, সে ক্ষোভে আকাশে ছুড়ি না আর বুলি
মেঘ নেই...নেই বৃষ্টি... নেই বাসনার তাড়নায় একান্ত একমুখো.... বুনো দের অন্ত্যেষ্টি সকলেই ভাগ হয় সকলই ভাগাভাগি..