আমার ভালবাসার ঘর
মুখোমুখি সান্নিধ্যের অবসর
দুমুঠু সুখ .. বাজেয়াপ্ত বেয়াদবি
অজুহাতের নিয়ন..কিছু কিছু অপরিণীত দাবি
নিরন্তর ...ভালোবাসার ঘর.


ফ্রিজের ঠাসা ব্যস্ততা, সেই কিছু বিলাসি অভ্যেস
পথভুলে কোন একদিন তারুন্যের পিছুটান ছদ্দবেশ
তারপর দিনলিপি গড়গর তোমার গোলাপি চোখে
এই ভুলে সেই ভুলে পিছু প্রমের অন্তরাল শোকে
একএকটা এপিক উপন্যাস..আহা ক্ষুধিত দীন
ঘর বোনা নাটকের সন্মুখে দেখ...উৎসুক মলিন
হা করে তাকিয়েছে তোমার শাড়ীর ভাঁজ...
হ্যাঁ  বলেই যেন পেয়েছ পার..কিছুটা সত্য কিছুটা আন্দাজ
তারপর নরম ইমেলে কিছু, ঢের বেশি ছোট কথায়
লেনদেন .. সমস্ত সত্য নয় জেনেও তুমি আমি আমরা বারংবার...
গড়েছি..গড়ে চলেছি..ভালবাসার ঘর...


আজ অবসর
ফ্রেমে বাধাঁ এত বছর
ভালাবাসার আড়ম্বর.
ঘর বেঘর তবু নিরন্তর...