এমন একটা গন্তব্যর খোঁজেই
তোমার সাথে বেরিয়েছিলাম.
উল্লাস এক অনতিদীর্ঘ সময়ের
আলমারিতে রেখে..হেঁটেছিলাম
মূল্যবাসরে আমার বোধ হওয়া জীবন
এই ভেবে, অতি সংক্ষিপ্ত এই হাত..এই ...
আদি নক্ষত্রের আলোতে ভেসে আসা
তোমার আমার নাগরিক উপন্যাস
বড় কোমল... বড় শান্তির.


ভালবাসি বলে এই ভেবে নয় , কোথায় পথ থেমে যাবে, এই আলো পরিপাটি অন্ধকারে কেমন বারুদ
আতর হয়ে উবে যাবে, এই ভেবেও নয়... কোন দিন.একমুঠো অনিশ্চয়তা র ধুলো মুখে লাগেনি সহসা.. সেই নিরাপত্তার ঘেরাটোপে ও নয়. ..
এ কেমন স্বাভাবিক অতি স্বাভাবিক.. আমার পথ তোমার সমস্ত চলাচলে এক অন্তহীন গতি ধারা.


সহসা পাল্টে যাওয়া নৈবেদ্য যেতে পারেই..
গন্তব্য পাল্টে নি.. এখনো নিয়ম করে রাত জেগে .
সে তারাদের সাথে কথা বলি , খোঁজ নিই.. যারা
জেগেছিল আমাদের প্রথম আস্বাদনে .. প্রবল সে গন্তব্য.. অন্ধকারের আভরণ ..শত জীবনের আলেখ্য.


এমন একটা গন্তব্যের খোঁজে ই
তোমার সাথে বেরিয়েছিলাম.
উল্লাস এক অনতিদীর্ঘ সময়ের
আলমারি তে রেখে..হেঁটেছিলাম
বড় ভরসার হাঁটা... নিরন্তর একান্ত.