আমাকে সবাই যে ভালবাসে তা না... আবার
সবাই যে ভালবাসে না তাও না, ভীড় করা
পরিচিত মানুষের,যারা সমকালিন তারাই
যাদের বিবর্তণে আমাকে কখনো বেমানান মনে হয়নি, তারাই
সারাদিন আরো ভীড় করা শব্দে, কিছু কিছু প্রতি্যোগিতার
বাজারে ক্রমাগত খদ্দের বানায়, বিশ্বাস কর, তাদেরও বেশির ভাগই  
আমাকে ভালবাসে । আমি তাদের সব কথা কিছু কালিন ফুরালে,
শুধু এই বলি, আপনি সত্যি ই খুব ভাল।
ভালোর এই ক্রমাগত বিজয়ের উল্লাস আমার ছোটো বেলা থেকে শোনা
ভালর মিছিলে, ভালোর ধর্মে, ভালর সাধুত্বে, ভালর সংগিতে,
আমার স্মৃতি ধারার সমস্ত উপমা একদম পরিপূর্ন...
বিগত বা গত সভ্যতার এই নাগরিক বা গ্রাম্যিক
মানুষেও পড়েছি, ভালর প্রতি মানবিক আকাংখা...
শুধু বেড়েছে আর বেড়েছে...
ভালর বাজারজাত উপকরণেই,
আমার কিছু কিছু সাফল্য, বিশ্বাস কর এক পা হয়ে দাঁড়িয়ে,
শুধু এইটুকু শোনার জন্য " ছেলেটা ভাল", এক সমুদ্র প্রস্ততি ।
সবাই ভালবাসে না জেনেও, ভাল হবার এই চুড়ান্ত সভ্যদাবির
কাছে, হুরমুর করে নুয়ে পড়া আমি অনেক অনেক গত হয়েছি
পচে গলে সময়ের ধুলোতে বিলিন হয়ে গেছি... তবু...
"আপনি সত্যি ই খুব ভাল", বলার কৌশলে... আমি ভাল  
শোনার...লোভ থেকে যায়...সময় পেরিয়ে সভ্যতা পেরিয়ে।