কখনও ঠিক পথে হেঁটে যাবার আসেনি তাড়া
তাই বারংবার ভুল পথে বাড়ানো পা থামেনি
থামেনি নিয়ম মেনে সেই সকল বিবর্তিত বিতর্ক
থামাতে এক মুহূর্তও ঠিক পথে হাঁটলে কি হত !


কি হত এই বয়সেও তোমার ২২ এর মুগ্ধতায়
ভোরের ফুল-ফোঁটা সারে চার কিলোমিটার রাস্তা
পেরিয়ে, এক মুখো ঠোঁটে মেখে নেওয়া কিছু
ভুলের সারাংশই বটে, কিংবা এক বিস্তৃত উপন্যাস


শুধু এটুকুই বলা যায়
ভুল হলেও ভুল থেকে সরে যেতে পারব না আর
ভুলগুলো নাই বা হল ঠিক !