চেতনার অসুখে আজ বড় জেরবার
দেখ চারপাশে শত ভিড়ের মধ্যেও কেমন
নির্জনতার ভয়, ঘিরে আছে, চারপাশে
শুধু কোলাহল, এক নির্জন কোলাহল...কোন
শব্দই শোনার মত নয়, মিছিলে লাশের চিৎকার


সবটাই এত অন্ধকার নাকি আলোর প্রাচুর্যে
আজ কিছুই যায় না দেখা, চোখ কিংবা মনে
নির্বাচিত ধনি প্রক্রিয়াকরণ কিভাবে এত
স্বীকৃতি পেল কিংবা জন মান্যতা... আমাদের
সমস্ত প্রাথমিকটাই সুখ -দুখ অনুভবের ঊর্ধ্বে?


নির্মম একাকীত্ব নাকি আরও নির্মম হতে হতে
একপেশে ভালোলাগায় সয়ে গেছে , এক্সিমর মত !
প্রশ্নগুলো তাই আরও বেশি অপ্রয়োজনীয় হলেও
আমার শ্রম তোমার বুদ্ধির চেয়ে এত হেয় হয়েও,
এত একা করে দিল... তবু মিছিলে যেতে আমার
চার পা , আমার নেংটো ভোট...চাই-ই চাই


সময় দাও ...একদম দিনক্ষণ মেপে...কবে আমার
শ্রম না দিলে ফাঁসি হবে... এই অসুখ বড্ড বাজে।