পুরানো অভ্যাসের বিকেল গড়িয়ে কালো রাত্রির অন্ধকার খুঁজে
কে যেন দাঁড়িয়ে পরে মাঝে
ভয় নিয়ে , কে যেন দাঁড়িয়ে পরে
চারদিকে নিভৃত তবু নীল নীল রক্তে মাঝারি নদীর জল ভাসে
আমাদের পরিচিত প্রেমে গড়া, সেওতো মানুষ ছিল একদিন
আজ তার হিমঘর
অনন্ত চরাচর, তবু যেন মন হাঁকে
কে যায়... কার দেহ ? চেনাচেনা ...


ঘরে ফেরেনি রফিক শফিক কিংবা এডোয়ার, মাইকেল
সুকান্ত রহিমার প্রেমে ফতোয়া রাইফেল  
ক্লান্ত লাগে না কারো, কোনও চেতনার শবে
ফোটেনা বিজ্ঞাপন আন্দোলন, চেনাচেনা
তবুও কেউ কেউ মেরে গেছে সর্বাঙ্গ
সমস্ত জীবনের টানাপড়েন, লাভক্ষতি হিসেবে
লাশ পোড়েনা, খাবার হয়ে ভাসে...চেনাচেনা ...


মিছিলে দেশ হাঁটে, এক বিলাসী বিজ্ঞাপনের আরত
মনে হয় কতগুলো আজগুবি কিট কালো-পিচে
কিলবিল নেশায় বুদবুদে টেলিভিশন আর সেলিব্রীটির
সাদা পারফিউমে, চেনাচেনা তবু, কত হন্যে হয়ে
সমস্ত সমস্যার গাণিতিক আলোচনায়, আহা ইকুইটি !
কেন লাশে নদী ভরে সাধারণের ঘিনঘিনে চামড়ায় ?
ওখানেও আসুক নলেজ ইকনমি
আসুক ২০/৮০ হিসাব, এ বি সি
লাশের হিসাবেও কিছু থাক বিত্তদের অধিকার
গর্ব হোক তাদেরও, আহা শহিদ হলেই বুজি,
ধন্য হয়ে ভাসা মৃত শরীরে মিটে যায় সকল শূন্যতা!
মিছিলে দেশ হাঁটে যুগে যুগে, কোন যে মডেলের খোঁজে
কে যেন দাঁড়িয়ে পরে মাঝে
ভয় নিয়ে , কে যেন দাঁড়িয়ে পরে
চারদিকে নিভৃত তবু নীল নীল রক্তে মাঝারি নদীর জল ভাসে