তোমার তিলোত্তমা ভোর,
মনে রেখ মধুরিমা, বিকেলে বৃষ্টি নামলে
একসাথে ভিজে ভিজে পার হব পথ, কিছুটা নদী আর কিছুটা
সময়, বৃষ্টি যত ঝরে তত অন্তত।


মনে রেখ মধুরিমা, আমার ও কিছু ছিল দেবার, ভোরের
বৃষ্টি ভিজে, শত সহস্র গন্ধরাজ জড় করে ছিল যারা
তাদের বেআবরু বুকের শত মহিমায়, যে প্রেম
এতদিন ধরে শুধু পেরিয়ে গেছে এক এক হৃদয়
সে হৃদয় আমারও ছিল, ছিন্ন ভিন্ন একখণ্ড মেঘে ঢাকা
আকাশের মত অসংখ্য আলোকিত তারা, সে হৃদয়
আমার ছিল, এক সংসার দুই সংসার হাজার সংসার মধুরিমা ...।


পথ ভিজে গেলে হাটতে অসুবিধে, হাত দুটো দিত পার
নোঙরে জড়িয়ে রেখে কথা দেব ভরে, হাতে হাত দিলেই
আমারও হৃদয় কেন ভিজে ওঠে মধুরিমা, সে কথা কতকাল
শুনেছি কি ভোরে, তোমার ভোর একসাথে হেঁটে হেঁটে
সে কথা বলেছি কি এতকাল, তোমার বিকেল, বৃষ্টি হলে
সে কথা শুনেছ কি এত যুগ,যত যুগ হেঁটেছি তোমার সাথে ...