খুন হয়ে যেতে পারে আকাশ
তোমার বাদামি বুকের নীল অবসাদে
এই মায়াময়, ছায়াময়, কিছুটা ঘনিষ্ঠতা
আর কোথাও রেখে যেতে পার, আকাশ আজ একা নয়
অসংখ্য ধোঁয়ায়, খয়েরি হতে হতে ফিকে হল বলেই
মুখোমুখি বসে আর হয়না কথা দুচারটে স্বাভাবিক
কেমন আছ, খেয়েছো কি সারাদিন !


কি যে পালটে গেল বলে, এমন ব্যকুল হতে পারিনা শুধুমাত্র
তোমায় একবার হাতের পরশে ছোঁব বলে, পিচ থেকে ঘাস
কতটা রাতের কালো নিম চাঁদ পেরিয়ে ভেবেছি এভাবে কি
আমার সন্তানও ফিরে যাবে তার কিছু প্রেমিকের কাছে,
ঘনিষ্ঠ আকাশ, ফিকে আকাশ, কিংবা আলোহীন অন্ধকার আকাশ
দেবে ঠাঁই এই মানবিক প্রেম... এই অস্তিত্বের বারুদ


নাকি আরও ধোঁয়ায়, আগামীর অসংখ্য অশনি নিয়ে
আমার সন্তান খুঁজে বেড়াবে, একটু নীল আকাশ.. ঘনিষ্ঠ অবসাদে।