একটা রাত্র আমার চাই
এ সতীত্বের অধিকার তুমি নাও
আমাকে ভিজতে ভিজতে কোথাও
এই মানবিক বিকারের সমাজ থেকে বিদায় জানাও।


ঘুমিয়ে গেছে দেহ, চুইয়ে দেখ যেন আর নেই কোন স্পন্দন
মৃত্যুর বর্ণ নিয়ে ভিজে গেছে মন, এক অন্ধকার বেহায়া চেয়েছি
নিশ্চয়, পরকীয়া - আপনিয়া... আমার দেহতে পোরে সংজ্ঞা কে চায়
কি আছে সেই প্রবল আপত্তির গোড়াপত্তনে ফোঁড়নের দায়
কি আছে ভাল মন্দ বিচারে, কত কাল এই প্রেম ঘুমিয়েছে কবরে
এই দেহে ফসিল হয়ে নেমেছে হাজার বেহায়ার নিন্দা।


নিন্দা আমার রক্তে নাচুক আরও শত প্রেমিকার প্রেমে
আমার আগেও যারা এই মাটিতে মিশেছে,তাদের ঔরসেও
দেখ, আছে শত লিপির নিন্দিত ছোবল, আমিও তেমনই
অখণ্ড রাত্রে
বিপন্ন বস্ত্রে
দিগন্ত জুরে, এই জড়ায়, চেয়েছি মানবিক উল্লাসের প্রেম ।
আমার সমস্ত মননে আসুক বেঁচে থাকার জোয়ার।